পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজ অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ রুহুল আমীন জানান, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে এডভোকেট মো. জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থী সভাপতি না হওয়াতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেন। কিন্তু আমি নিয়মবহির্ভূতভাবে কমিটি প্রস্তাব করতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন এবং নবগঠিত এডহক কমিটি ও আমাকে জড়িয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ান। এর পাশাপাশি ভুল তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যবহার করে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন।
তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম গত ১১ জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভুল বুঝিয়ে এবং তার ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। সেখানে কোন অবিভাবক ও ছাত্রছাত্রী ছিল না। মিছিলে আপত্তিজনক ভাষায় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে স্লোগান দেয়া হয়, যা শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষকসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এছাড়াও ওইদিনই অত্র প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়। পরে উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী মাঈনুদ্দিন বাদী হয়ে ঐদিনই চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন।
অধ্যক্ষ আরও বলেন, “মানববন্ধনে নজরুল ইসলাম যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কমিটি গঠন প্রক্রিয়ার সময় তিনি তার ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে তার পছন্দের প্রার্থীকে সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন এবং বিভিন্ন প্রলোভন দেখান। তাতে সম্মতি না দেয়ার কারনে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। মানববন্ধন করেছে এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সুশীলসমাজ। এডহক কমিটির প্রস্তাব পাঠানোর আগে অধ্যক্ষ সবাইকে ডেকেছে এবং উপস্থিত সবার কথিত মতে একজনের নাম প্রস্তাব পাঠাবে, যেহেতু সভাপতি নির্বাচন করে সুপারিশ পাঠাবে ডিসি স্যার মহোদয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হবে। সেই আলোচনায় এলাকার মনোনীত প্রার্থী রাশেদ খান রিপন এর নাম প্রস্তাব করা হয় সভাপতি হিসেবে কিন্তু পরবর্তীতে দেখি যে এ্যাডভোকেট জসিম উদ্দিন এর নাম আসে এডহক কমিটিতে।
শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, তালা দেয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে এবং প্রতিষ্ঠান কতৃপক্ষকে তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে বলেছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.