জাবি ছাত্রদলের ৬ জনকে বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি

ইবাংলা ডেস্ক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ৩ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি এবং ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Islami Bank

শুক্রবার (১৭ জানুয়ারি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ, নাইমুর রহমান কৌশিক।

সদস্য আবদুল গাফফার, আল ইমরান; রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক, মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে বহিস্কার এবং সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাইকে অব্যাহতি দেওয়া হলো।

one pherma

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের এই ব্যক্তিদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের পরিচিতিমূলক সভা চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে সভাটি স্থগিত করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us