গ্রেফতার ২৩,মোহাম্মদপুরে বিশেষ অভিযানে

ইবাংলা ডেস্ক

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।

Islami Bank

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।মোহাম্মদপুর থানা সূত্রে জানায়, গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

one pherma

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম আড়াই ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চালায়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us