নিহত ২ দুই মোটরসাইকেলের সংঘর্ষে

ইবাংলা ডেস্ক

রংপুরের পীরগঞ্জে মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মুজাহিদুল ইসলাম (১৭) ও আনিছুর রহমান রানু (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুজন।সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জামতলায় এ ঘটনা ঘটে।

Islami Bank

নিহত রানু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ওসমানপুর এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র। আর মুজাহিদ দশমৌজা পানিয়া এলাকার আতাউর রহমানের পুত্র।

আহত দুজন হলেন– ওসমানপুর জামালপুরের মৃত হুজুর আলীর পুত্র রেজাউল ইসলাম (৩০) ও পাঁচগাছি কদমতলির আমিনুল ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (১৮)।

one pherma

হাইওয়ে পুলিশের বড় দরগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় জামতলায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান মুজাহিদুল। এসময় আহত হয় ৩ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আনিছুর রহমান রানু নামের এক মোটরসাইকেল আরোহীর।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us