এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের চীন সরকার জানিয়েছে, তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর ১০% শুল্ক আরোপ করবে।

Islami Bank

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন…কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

one pherma

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর যে ১০% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা। যদিও ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us