করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। দুই মাস পর আবারও দৈনিক শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো। করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জনে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশের ৫২৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে।
এ নিয়ে দেশের মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে। সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গেল ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯.২৭ শতাংশ। আর দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ২ হাজার ৮২৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৭৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২২ জন নারী। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৩ হাজার ৬২৬ জনের মধ্যে ৯ হাজার ৭৬৮ জন পুরুষ এবং ৩ হাজার ৮৫৮ জন নারী।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায় ২৩, রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে ৯, বরিশালে ৩, সিলেটে ২ এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে, গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ৮২ জনের মৃত্যু ও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করা হয়।
এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৯৯৪ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর বিশ্বজুড়ে সুস্থ হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। আর এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৮ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশে গেল বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ওই মাসের ১৮ তারিখে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যু হয়।
ই বাংলা/ আই/ ২১ জুন, ২০২১