ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে আন্দোলনকারী ম্যাটস শিক্ষার্থীরা

ইবাংলা ডেস্ক

চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ।

Islami Bank

এর আগে উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাটস শিক্ষার্থীরা।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হতে থাকেন। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে দাবির পক্ষে নানা স্লোগান দেন।

পরবর্তীতে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। ওই সময় শিক্ষার্থীদের তিনি বলেন, দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগের ব্যাপারে আগামীকাল বা পরশু (সোম-মঙ্গলবার) সার্কুলার দেয়া হবে।

one pherma

মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। আর শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একপর্যায়ে দাবি আদায়ে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us