মাহে রমাদানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে রাঙামাটিতে পৌর জামায়াতের সমাবেশ

আলমগীর মানিক,রাঙামাটি

মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পৌর জামায়াতের উদ্যোগে রাঙামাটি শহরে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Islami Bank

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রমজানের পবিত্রতা রক্ষা করতে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি না করতে অনুরোধ জানান। বাজারের মূল্য নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আমির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিতিক ব্যবসা করলে মহান আল্লাহ আপনাদের বরকত দান করবেন। তিনি এসময় রোজার পরিবতা রক্ষায় দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

one pherma

রাঙামাটি পৌর জামায়াতের সভাপতি মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফের আবুল বশরের সঞ্চালনায় এসময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মো. মনছুরুল হক, পৌর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সেক্রেটারী এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us