রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন

ইবাংলা ডেস্ক

রাজধানীতে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে হাতিরঝিলে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে আধা ঘণ্টা ধরে চেষ্টা করেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

Islami Bank

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এ পথে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

one pherma

দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য।

এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us