নওগাঁয় ট্রাকের চাপায় একইসাথে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২টার দিকে বাইপাস সড়কের খলিসাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কোলা পালশা গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পরিবহণ ফেলে পালিয়ে গেছে।
ইবাংলা বাএ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.