রাঙামাটিতে শেখ মুজিবের জন্মদিনে ইফতার বিতরনের পরপরই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটি শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

Islami Bank

মঙ্গলবার মধ্যরাতে শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা অপারেশন ডেভিল হান্টের আসামী এমন তথ্য জানিয়ে ওসি বলেন, আমরা তাকে দীর্ঘদিন ধরে খোঁজছিলাম, অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়েই আমরা তাকে অভিযান পরিচালণা করে গ্রেফতার করেছি।

আরও পড়ুন…৩৫ হাজার টন চাল এলো ভিয়েতনাম ও ভারত থেকে

one pherma

গ্রেফতারকৃত মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮) রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা মো: জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের বিদ্রোহি হিসেবেই পরিচিত ছিলেন।

এদিকে, স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি তার ফেসবুক ষ্ট্যাটাসে রাঙামাটির ছবি দিয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাংগামাটি পার্বত্য জেলা শাখার সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেগ্যে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ” এই ষ্ট্যাটাস আপলোড দেওয়ার পরপরই মূলত সকলের নজরে আসে বিষয়টি।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরোজ নিজেই তার সহপাটিদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us