রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ

ইবাংলা ডেস্ক

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষনারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

Islami Bank

এ সময় সেনা কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, ঈদের ছুটি দেয়ার সময় শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ছাঁটাইয়ের বিষয় জানতে পেরে এর প্রতিবাদ করেন।

ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর বারোটার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

one pherma

আরও পড়ুন…এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

পরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান নিলে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাসদস্য, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সাত শ্রমিককে আটক করেছে পুলিশ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us