বৈঠকে বসেছে এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে

ইবাংলা ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সকাল ১০টার এ বৈঠকে যোগ দেয় দলটির নেতারা।

Islami Bank

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সভা কক্ষে ঢুকতে দেখা যায়।

এর আগে, গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি।

one pherma

আরও পড়ুন…রাঙামাটিতে ছাত্রলীগ নেতা কর্তৃক মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগ

যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান–সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও জানিয়ে দিয়েছে এনসিপি।২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে তরুণদের দলটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us