রাঙামাটি থেকে কক্সবাজার ঘুরতে গিয়ে সাবেক মেম্বার নিখোঁজ

আলমগীর মানিক,রাঙামাটি

কক্সবাজারে স্বজনদের সাথে ঘুরতে গিয়ে আমেরিকা তনচংগ্যা সাবেক ইউপি সদস্য (৭৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হন। নিখোঁজ আমেরিকা তনচংগ্যার বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চিংখ্যং নোয়া পাড়া জিরো পয়েন্ট এলাকা।শনিবার (১৯এপ্রিল) সকাল ৬ ঘটিকার সময় কক্সবাজারের উদ্যােশে রওনা হলে বেলা দুই ঘটিকার সময় কলা তলি পৌছে এর পর হতে নিখোঁজ হন।

Islami Bank

আরও পড়ুন…থানায় আত্মসমর্পণ স্বামীর স্ত্রীকে হত্যা করে

পরিবারের বড় ছেলে চিংখ্যং নোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরধন তনচংগ্যা জানায় তার পিতা,আমেরিকা তনচংগ্যা (সাবেক মেম্বার) তার কয়েকজন স্বজন কে নিয়ে কক্সবাজারে বেড়াতে গেলে কক্সবাজারের কলাতলিতে নিখোঁজ হন।

one pherma

তার সাথে থাকা লোকজন আরো জানান, আমেরিকা সহ তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। সে গাড়ি থেকে নামার পর কলাতলি বিচ এলাকা হতে নিখোঁজ হন । পরে অনেক খুজা খুজির পর থাকে না পেয়ে স্বজনরা চলে আসে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us