সাড়ে পাঁচ হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান

ইবাংলা ডেস্ক

চীনের উত্তরে শানসি প্রদেশের তাইয়ুয়ান শহরে একটি পঞ্চভুজ কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সাড়ে পাঁচ হাজার বছর আগের ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Islami Bank

তাইয়ুয়ান ইনস্টিটিউট অব কালচারাল রিলিক্স অ্যান্ড আর্কিওলজির তথ্য অনুসারে, শানসির প্রাদেশিক রাজধানী তাইয়ুয়ানের একটি নির্মাণস্থলে প্রাপ্ত ধ্বংসাবশেষগুলো ইয়াংশাও সংস্কৃতির বলে মনে করা হচ্ছে।

ইনস্টিটিউটের গবেষক পেই জিংরং বলেছেন, সেখানে মোট ৯৮টি ছাইয়ের গর্ত, ১১টি মৃৎপাত্রের ভাটা, দুটি বাড়ি এবং মিং (১৩৬৮ থেকে ১৬৪৪) এবং কিং (১৬৪৪ থেকে ১৯১১) রাজবংশের ছয়টি সমাধিস্থল পাওয়া গেছে। যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আবিষ্কার হলো প্রায় ৩২ বর্গমিটারের পঞ্চভুজ ঘর।

পেই বলেছেন, বালি ভর্তি মৃৎপাত্রের কেটলি, বালি ভর্তি ধূসর মৃৎপাত্রের পাত্র, লাল মৃৎপাত্রের পাত্র এবং ধারালো বোতলসহ বাড়িতে প্রচুর মৃৎপাত্রের টুকরো পাওয়া গেছে।

one pherma

বিশেষজ্ঞদের মতে, তাইয়ুয়ান অববাহিকায় নিওলিথিক যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং তাইয়ুয়ান ও এর আশেপাশের অঞ্চলে প্রাগৈতিহাসিক সংস্কৃতি অধ্যয়নের জন্য এগুলোর বিশাল প্রাতিষ্ঠানিক মূল্য রয়েছে।

ইইয়াংশাও সংস্কৃতিকে চীনা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রবাহ হিসাবে বিবেচনা করা হয়। এটি উন্নত মৃৎশিল্প তৈরির প্রযুক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত।

ইবাংলা/ এইচ / ১৪ নভেম্বর, ২০২১

Contact Us