এক ইসরায়েলি সেনা নিহত হামাসের হামলায়

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানায়। খবর টাইমস অব ইসরায়েলের।

Islami Bank

সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার উপত্যকার উত্তরাঞ্চলে মৃত্যু হয় ওই আইডিএফ সদস্যের। এসময় আহত হয় আরও তিন সেনা। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন…অবশেষে সেই ২ ছাত্রী গ্রেপ্তার পারভেজ হত্যার

one pherma

আইডিএফ জানায়, নিহত ওই সেনা ট্যাংক কমান্ডার ছিলেন। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা, বেইত হানুন এলাকায় স্নাইপারের ছোড়া গুলিতে প্রাণ গেছে তার।

বাকিরা আহত হয়েছে এন্টি ট্যাংক রকেট হামলায়।ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। গাজায় এখনও তাদের সেনাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us