ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইবাংলা ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জনের পদত্যাগে বিশ্ববিদ্যালয় পরিচালনা কার্যক্রমে জটিলতার কারণে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউআইইউ।

Islami Bank

আরও পড়ুন…শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

one pherma

কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধানসহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে উপাচার্যসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের বিষয়ে ব্রিফিং করে শিক্ষার্থীরা। জানায়, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া বাকি শিক্ষকদের পদত্যাগ চায় না তারা। বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় শিক্ষার্থীরা।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us