কাপ্তাইয়ে “খাল খনন-স্লুইচ গেট নির্মাণ প্রকল্প” তদন্তে দুদকের অভিযান

আলমগীর মানিক,রাঙামাটি

খাল খনন-স্লুইচ গেট নির্মাণে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম।

Islami Bank

মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটিস্থ দুদকের সমন্বিত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা।

কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটির এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে অভিযোগ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।

অতঃপর এনফোর্সমেন্ট টিম, রাঙামাটি জেলার সড়ক ও জনপদ বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে কাপ্তাই উপজেলাধীন চন্দঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় উপস্থিত হয়। ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে।

ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে প্রতিবেদককে জানিয়েছেন দুদক কর্তৃপক্ষ।

এদিকে উক্ত অভিযানের সময় উপস্থিত থাকা একজন প্রকৌশলী স্থানীয় গণমাধ্যমকর্মীকে বলেছেন, মূলত: মার্চ মাসের ৩ তারিখে একটি নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে দুদক।

one pherma

মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সড়ক বিভাগের নিরপেক্ষ একজন প্রকৌশলীকে নিয়ে উক্ত প্রকল্পগুলো পরিমাপ করা হয়েছে।

আরও পড়ুন…নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

এদিকে দুদক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে মঙ্গলবার (২৯-০৪-২০২৫ খ্রি.) সারাদেশে একযোগে এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়েও অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের বিষয়টি নিয়ে রাঙামাটি দুদক কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
অভিযান নিয়ে জানতে চাইলে দুদকের কর্মকর্তা হোয়াসটঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ঘটনাস্থলে নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে দুইটি সুইট গেইট ও সমবায় সমিতির জন্য নির্মিত একটি সেইড পরিমাপ করে।

ব্যাহিক দৃষ্টিতে ২টি সুইট গেইট ও একটি সমবায় সেইড দৃশ্যমান দেখা গেলেও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সংশ্লিষ্ট্য দায়িত্বশীল সূত্রে জানাগেছে, সময় টিভির নিউজ পোর্টালে কাপ্তাইয়ে খাল খনন-স্লুইস গেট নির্মাণে দুর্নীতি, গভীর ঘুমে এলজিইডি! এই শিরোনামে প্রকাশিত নিউজের প্রতিবেদককে অভিযানের সময় তদন্তকাজে সহযোগিতা করার লক্ষ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে মুঠোফোনে কল দিলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি। তার নিউজে উল্লেখিত অভিযোগের সত্যতাও পায়নি সংশ্লিষ্টরা।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us