নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্টসহ সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়।

Islami Bank

মঙ্গলবার (৬ মে) দুপুরে চররপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো.জাহাঙ্গীর।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো.মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য ডা:এ.এন.এম মনিরুজ্জামান,অনুপম মজুমদার।

আরও পড়ুন…ছুটি ১০ দিন ঈদুল আজহায়: প্রেস সচিব

one pherma

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল মুখী। তাদের পড়ালেখা মুখী করতে ১০টি ক্যাটাগরিতে মাসিক মূল্যায়নে পুরস্কৃত করা হচ্ছে। এমন আয়োজন ইতিবাচক এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে। একই সাথে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করলে সমাজে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদা,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুন নাছির, অভিভাবক সদস্য মো.ইকবাল হোসাইন প্রমূখ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us