নিয়ন্ত্রণে মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন

ইবাংলা ডেস্ক

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর মতিঝিলে শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

Islami Bank

আরও পড়ুন…জাতিসংঘের কার্বন বাজারের অধিনে বিশ্বাসযোগ্য জলবায়ু প্রকল্পে ঋণ প্রদানে সম্মত

one pherma

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us