প্রশিকা ভবনে এইচআরডিসি সিটি ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

রিয়াজুল ইসলাম

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ের ভবনের ২য় ও ৩য় তলায় সিটি ক্যাম্পাস নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপ-প্রধান নির্বাহী মোঃ আব্দুল হাকিম, কামরুল হাসান কামাল এবং ক্ষুদ্রঋণ ও প্রশিকা এইচআরডিসি সিটি ক্যাম্পাসের সিনিয়র পরিচালক মিজানুর রহমান খান উপস্থিত থেকে এ সিটি ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্ধোধন করেন।

Islami Bank

আরও পড়ুন…ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি 

এসম প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধোধনকালে প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইনলাম বলেন, ‘প্রশিকা’ শব্দটির জন্মই হয়েছে ্রপ্রশিক্ষণ, শিক্ষা ও কাজ এই তিনটি শব্দের প্রথম অক্ষর নিয়ে।

one pherma

প্রশিকা মানুষকে প্রথমে প্রশিক্ষিত করা ও পরে কাজে যুক্ত করার বিশ্বাস থেকে এর জন্ম লগ্ন থেকেই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৈট্টায় এক মনোরম পরিবেশে প্রায় ৪২ একর জমিতে এক বিশাল ট্রেনিং সেন্টার প্রতষ্ঠা করেছে, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণ, ওয়ার্কসপ, সভা এবং সম্মেলন আযোজনের সুবিধা।

এই কেন্দ্রটিতে একসাথে ৪৫০ জনকে নিয়ে সাতটি ইভেন্টের আয়োজন করা যায় এবং রয়েছে থাকা-খাওয়ার আকর্ষণীয় আবাসিক সুবিধা। কৈট্টার প্রশিকা এইচআরডিসির সিটি ক্যাম্পাসের ব্যাপক চাহিদা ও সুনামের ভিত্তিতে ঢাকায় এই ক্যাম্পাসটিকে বর্ধিতকরণ করা হয়। এর উদ্দেশ্য মূলত একই। প্রশিকা ভবনের এই সিটি ক্যাম্পাসটিতে থাকবে ১৪০ জনের একসাথে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ এবং আধুনিক ডাইনিং সুবিধা।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us