মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে নিজেদের মধ্যে সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশের লক্ষ্য হল সহযোগিতা, সংঘাত নয়। চীন-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দুই নেতা ভার্চুয়াল সম্মেলন করলেন।
বৈঠকে বাইডেন জানান, নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন প্রকাশ্য সংঘাত সৃষ্টি না করে, তা নিশ্চিত করার দায়িত্ব দুই দেশেরই। আমার মনে হয় চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা যেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সংঘাতের দিকে না যায়, তা নিশ্চিত করা।
এদিকে শি জিনপিং বাইডেনকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত। চীন-মার্কিন সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিতে ঐকমত্য তৈরি ও সক্রিয় পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে চাই।’ বাইডেনকে তিনি পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেন।
বাইডেন উত্তর-পশ্চিম চীনে উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হংকংয়ে গণতান্ত্রিক বিক্ষোভ দমন ও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের জন্য বেইজিংয়ের সমালোচনা করেছেন।
ভার্চুয়াল এই সম্মেলনে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, জাতীয় নিরাপত্তা সহকারী কার্ট ক্যাম্পবেল, লরা রোজেনবার্গার এবং জন সিজিন।
এদিকে বাইডেনকে পুরনো বন্ধু উল্লেখ করে শি জিনপিং বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।
এ সময় বাইডেন শি জিনপিংকে বলেন, আপনি এবং আমি একে অন্যের সঙ্গে কখনোই এতটা আনুষ্ঠানিক ছিলাম না। এ কথা বলে তিনি হয়তো তাদের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই মনে করিয়ে দিয়েছেন।
ইবাংলা/ টিপি/ ১৬ নভেম্বর,২০২১