ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে বিজেপি কর্মীরা অগ্নিসংযোগ করেছে। বিজেপি-আরিএসএসের হিন্দুত্ববাদকে আইএস-বোকো হারামের জঙ্গিবাদের সাথে তুলনা করায় কংগ্রেস নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা।
সোমবার, ১৫ নভেম্বর দুপুরে তার নৈনিতালের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায়, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে, গত সপ্তাহে অযোধ্যা নিয়ে তার লেখা বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম’ প্রকাশ হয়েছে।
আরো পড়ুন: ৪০০ ব্যক্তির লালসার শিকার কিশোরী
সেখানে তিনি বিজেপিকে আইএস-বোকো হারামের সঙ্গে তুলনা করেছন। এর প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে অভিযোগ করেছে, সালমান ভারতের হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করারও অভিযোগ করেছে বিজেপি।
সেই বিতর্ক শুরুর তিন দিন পরই উত্তরাখণ্ডের পাহাড়ে সালমান খুরশিদের বাড়ি লুটপাট ও হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সালমান খুরশিদ ফেইসবুক এক পোস্টে লিখেন- বন্ধুরা একদিন এখানে এসেছিলেন তাদের জন্য এই দরজা আমি খুলে দিতে চেয়েছিলাম। যদি বলি এটা কিছুতেই হিন্দুধর্ম নয়, তাহলে কি এখনও আমি ভুল বলব ?
ইবাংলা/ টিপি/ ১৬ নভেম্বর,২০২১