নতুন ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২৩ জন গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৯৪ জন। সরকারি হিসাবে দেশে নভেম্বরের ১৬ দিনে ২ হাজার ২৪২ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

Islami Bank

আরও পড়ুন: ডেঙ্গু রোগী ২৫ হাজার ছাড়াল

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৯৭ জন। এর মধ্যে নভেম্বরে ৬ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

one pherma

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৯৪ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৪৭৮ জন।

অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১১৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৯৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ হাজার ২০৬ জন।

ইবাংলা/ নাঈম/ ১৬ নভেম্বর, ২০২১

Contact Us