বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে এলিনা

ইবাংলা ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে এ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি।

ছবিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন। শাম্মি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ অংশের শুটিং।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা যায়।

Contact Us