রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মানিলন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিনের স্ত্রী শারমিনকে জামিন দেননি হাইকোর্ট। তবে, নিম্ন আদালতের খারিজের বিরুদ্ধে শারমিন আক্তারের জামিন চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন উচ্চ আদালত।
বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
৩ অক্টোবর রাতে রমনা এলাকা থেকে আল আমিন ও তার স্ত্রী শারমিন আক্তারকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামক কোম্পানির নাম দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয় করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা সংগ্রহ করে কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন।
এ অভিযোগে গত ২৬ আগস্ট কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন সিআইডির এসআই নাফিজুর রহমান।
ইবাংলা/ নাঈম/ ১৭ নভেম্বর, ২০২১