ছুরিকাঘাতে তাঁতী লীগের নেতা খুন

জেলা প্রতিনিধি, যশোর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী লীগের সাবেক নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে।

Islami Bank

বুধবার (১৭ নভেম্বর) রাতে ওই এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শহরের মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুর রহমান কাকন (৩৫)।

নিহতের ভাই রিফাত জানান, বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

one pherma

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কাকন বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কেউ পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

ইবাংলা /টিআর /১৮ নভেম্বর ২০২১

Contact Us