ধ্যানমগ্ন মেহজাবিনের শরীরে আচড়ে পড়ছে ঢেউ

তাসিন

বর্তমান সময়ের ছোটপর্দা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।ফেসবুকেই তার অনুরাগীর সংখ্যা প্রায় ৮০ লাখেরও বেশি।

Islami Bank
বর্তমান সময়ের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন মেহজাবিন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে ঢেউয়ের সঙ্গে নিজেকে ছড়িয়ে দিচ্ছেন, আবার ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন। নেটিজেনরা এই ছবিগুলো বেশ পছন্দ করছেন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। ছবিতে তিনি যেই ভঙ্গিমায় রয়েছেন, সেটার ব্যাখ্যা উঠে এসেছে ক্যাপশনে। অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে অনেক আঘাত আসবে কিন্তু তোমাকে স্থির থাকতে হবে।’ছবিতে মেহজাবীনের পরনে রয়েছে সাদা টপস এবং নীল জিনস। ঢেউ আছড়ে পড়তেই জল ছড়িয়ে পড়ে মেহজাবীনের চোখেমুখে।

one pherma

২০০৯ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবিন। সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা মেহজাবিন এখন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ​গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে।

ইবাংলা /এইচ /১৮ নভেম্বর ২০২১

Contact Us