১১১ দিন পর লাশ উত্তোলন

নাটোর প্রতিনিধি :

নাটোরে আদালতের নির্দেশে দাফনের ১১১ দিন পরে কবর থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার রাজাপুর আমহাটি কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার রথবাড়ি এলাকার আব্দুর রহিম ব্যাপারীর সঙ্গে আপন ভাই আব্দুল আজিজ ব্যাপারীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় গত ২৫ জুলাই আব্দুর রহিম ব্যাপারীর ছেলে হারুনুর রশিদ অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মারা যান। পরে সামাজিকভাবে হারুনুর রশিদের লাশ দাফন করা হয়।

আরও পড়ুন : সীমান্তে হাতির উৎপাত

পরে আব্দুর রহিম ব্যাপারী দাবি করেন, তার ছেলেকে খুন করেছে আব্দুল আজিজ ব্যাপারী এবং তার দুই ছেলে আকরাম হোসনে বাবু ও জহুরুল ইসলাম। কৌশলে তারা হারুনুর রশিদকে খাবারের সঙ্গে গ্যাস ট্যাবলেট পান করান। এ কারণে তার মৃত্যু হয়।

আব্দুর রহিম ব্যাপারী জানান, তিনি বাদী হয়ে গত ৪ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গোলজার হোসেনের আদালতে মামলা দায়ের করেন। গত ৬ অক্টোবর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাটোর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

গত ১০ অক্টোবর নাটোর সদর থানায় তিনজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। অবশেষে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার এসআই শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইবাংলা/এএমখান/১৮ নভেম্বর, ২০২১

Contact Us