করোনায় মৃত্যু প্রায় ৫২ লাখ

ইবাংলা ডেস্ক

বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৫১ লাখ ৫৫ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে। আর শনাক্ত বেড়ে হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ২৪১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৮৯০ জন।

Islami Bank

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার ২৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৫ হাজার ৮২ জনের।

one pherma

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১২ হাজার ৪১১ জনের।

ইবাংলা / নাঈম/ ২০ নভেম্বর ২০২১

Contact Us