সাংবাদিকে উপর হামলা: ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের উপর এক সাবেক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহম্মেদকে গ্রেফতার করা হয়।

Islami Bank

সাংবাদিক রিশাদ হুদা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের পেছনের গলি দিয়ে যাওয়ার পথে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহম্মেদ তার প্রাডো-১২ গাড়ি আমার মোটরসাইকেলের বামে এসে চাপ দেয়। এসময় আমি হর্ন দিলে তিনি ক্ষিপ্ত হন এবং গাড়ি থেকে নাজিম উদ্দিনসহ তার দুজন সহযোগী নেমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর তারা আমার হেলমেট খুলে নিয়ে মাথা, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে। পরে সাধারণ মানুষের তোপের মুখে সেখান থেকে আমার মোটরসাইকেলের চাবি নিয়ে আমাকে আজিজ মার্কেটের সামনে যেতে বলে।

তিনি আরও বলেন, আজিজ মার্কেটের সামনে গেলে তারা আমাকে মার্কেটের মালিক সমিতির সভাপতির কাছ থেকে চাবি আনতে বলে। এরপর চাবি নেওয়ার জন্য মার্কেটের চতুর্থ তলায় গেলে সেখানে কলাবাগান থেকে আসা আরও ১০-১৫ জন আমাকে মারপিট করে মোবাইল কেড়ে নেয়। এসময় ঘটনাস্থলে পুলিশ এসে নাজিম আহম্মেদকে থানায় নিয়ে যায়। হামলার পর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

one pherma

আরো পড়ুন: কার্টুনিস্ট কিশোরের অভিযোগের প্রমাণ মেলেনি

এ হামলার ঘটনায় শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতে ডিএমপির শাহবাগ থানায় সাংবাদিক রিশাদ হুদা বাদী হয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহম্মেদকে প্রধান আসামি করে মামলা করেন। এছাড়া তানভীর, ইউসুফ, ইকবালসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার (ওসি) মওদুদ হাওলাদার।

ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১

Contact Us