সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচতলা একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

Islami Bank

সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুধাংশু, তার স্ত্রী প্রিয়াংকা, ছেলে উরফ এবং শাশুড়ি শেফালী। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

জানা যায়, সকালে রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নেয়া হয়।

one pherma

গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৬৭ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, প্রিয়াংকার ৭২ শতাংশ এবং শেফালীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Contact Us