রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। জানা গেছে, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজ ও মোহাম্মদপুর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।

Islami Bank

অবরোধে শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে হাফ পাসের দাবি বাস্তবায়নে নানান স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। এতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

one pherma

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবাংলা / নাঈম/ ২২ নভেম্বর ২০২১ 

Contact Us