সামরিক অভিযান চালাবে তাইওয়ান প্রণালীর নিকটে চীনা ফৌজ

আন্তর্জাতিক ডেস্ক :

তাইওয়ান কে কেন্দ্র করে পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গণচীনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামরিক বিবৃতি শোনা যায়। সেই বিবৃতি এখন অনেকটা সামরিক আক্রমণাত্মক উত্তেজনার দিকে নিয়ে গেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর তৃতীয় ব্যক্তি নেন্সি পলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে।

Islami Bank

আরও পড়ুন…ভাসানচর থেকে পালানো শিশুসহ ৭ নারী রোহিঙ্গা আটক

চীনা গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ অঞ্চলের মূখপাত্র কর্নেল শি ই ঘোষণা করেন, মঙ্গলবার রাত থেকে গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ অঞ্চল তাইওয়ান প্রণালীর নিকটবর্তী এলাকায় ধারাবাহিক যৌথ সামরিক অভিযান চালাবে।

এসময় চীনা বাহিনী তাইওয়ান প্রণালীর উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের সামুদ্রিক ও আকাশ সীমায় যৌথ সমুদ্র ও আকাশ মহড়া এবং প্রশিক্ষণ চালাবে।এসবে চীনা বাহিনী তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করবে, এবং তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলের সমুদ্রে সাধারণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে।

one pherma

আরও পড়ুন…হজ শেষে দেশে ফিরছেন হাজিরা

এবারের অভিযান হচ্ছে সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কার্যক্রম গুরুতরভাবে অবনতি হওয়ার বিরুদ্ধে চীনের কঠোর ব্যবস্থা। এটা হচ্ছে ‘স্বাধীন তাইওয়ানপন্থী’দের ‘স্বাধীন’ আচরণের প্রতি চীনের কঠোর হুঁশিয়ারি।

ইবাংলা/জেএন/৩ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us