চুয়াডাঙ্গায় বিজিবি অভিযান চালিয়ে ৮০ হাজার ইউএস ডলার আটক করেছে। বুধবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই ডলার আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মো. ইশতিয়াক পিএসসি বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা গোপান সংবাদের ভিত্তিতে জানতে পারেন বুধবার বেলা সাড়ে ১১ টার সময় চোরাকারবারীরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বিশেষ চোরাচালানী মালামাল পাচার করবে।
গোপন ওই সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাড়ীর কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবিরের নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি জব্দ করেন এবং ওই ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেন। আটককৃত ইউএস ডলারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইবাংলা/জেএন/৪ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.