নোয়াখালীতে সাত মাসে ৩০ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ৭

নোয়াখালী প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতা রুখে দাও এ স্লোগানে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট নোয়াখালী।

Islami Bank

সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ি গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২জন হত্যার শিকার হয়েছে।

আরও পড়ুন…নোয়াখালীতে চিংড়িতে জেলি: দুই মাছ ব্যবসায়ীকে কারাদন্ড

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে গত ৭ মাসে ঘটে যাওয়া নারীর নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিন।

one pherma

নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, এ্যডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু।

ফরজানা তিথি প্রমুখ। বক্তারা জেলায় সাম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

ইবাংলা/জেএন/৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us