বিশ্বের সবচেয়ে ক্ষুদে গায়কের সঙ্গে অভিনেতা সালমান খান

বিনোদন ডেস্ক

বিশ্বের সবচেয়ে ক্ষুদে কণ্ঠশিল্পী তাজিকিস্তানের বাসিন্দা গা আবদু রোজিক। সামাজিক যোগাযোগেমাধ্যমে হয়েছেন ভাইরাল।জরঙ্গি ভাইজানের নতুন চমক হল এবার এই ক্ষুদে গায়কের সঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ইতোমধ্যেই সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু হয়েছে। এতে তার সঙ্গে দেখা যাবে এই ক্ষুদে গায়ককে।

Islami Bank

আরও পড়ুন…আম চাষে সমৃদ্ধি চীন

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, “আবদু রোজিক তাজিকিস্তানের বাসিন্দা। সে ক্ষুদে হলেও তার গায়কি বড় বড় গায়ককে চ্যালেঞ্জ করতে পারে। বলিউডের ভাইজানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত তিনি। আবার সালমানও ফ্যান হয়ে গেছেন ক্ষুদে তারকার।”

প্রতিবেদন থেকে আরও জানা যায়, “আবদু রোজিক খালিজ সালমান খানের সঙ্গে বলিউডে অভিষেক হতে পেরে তিনি খুবই আনন্দিত। কখনও ভাবতেই পারেননি এত বড় তারকার সঙ্গে সিনেমা করবেন।” তবে এখনই নতুন সিনেমার গল্প সম্পর্কে কিছু বলতে চাননি সালমান।

one pherma

আরও পড়ুন…তেলের মূল্যবৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে বাস চলাচল বন্ধের ঘোষণা

একইসঙ্গে এতে কে কে অভিনয় করছেন তাও জানাতে চাননি। শুধু জানিয়েছেন, সিক্যুয়েলেও চমক থাকবে। এই সিনেমায়ও থাকবে সীমান্তের গল্প। সূত্র : ইন্ডিয়ান টাইমস

ইবাংলা/জেএন/৬ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us