রাজধানীতে ০২ পেশাদার মোটরসাইকেল চোর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর শাহআলী থানা ও নীলফামারী জেলায় কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…বর্তমান দেশে জ্বালানি তেলের দাম আশেপাশের অনেক দেশের তুলনায় কম

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মশিয়ার শেখ ওরফে হৃদয় এবং মমিন মিয়া ওরফে রনি। এ সংক্রান্তে শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গত ৩০ জুলাই ২০২২ শাহআলী থানা এলাকা থেকে জনৈক ইব্রাহীম এর ব্যক্তিগত মোটরসাইকেল (R15,V-3 রেজিঃ নং- ঢাকা মেট্রো- ল-৩১-৫১০৫) চুরি হয়। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে মোঃ মশিয়ার শেখ ওরফে হৃদয় নামে একজনকে শনাক্ত করা হয়। এরপর গত ০৫ আগস্ট ২০২২ যাত্রাবাড়ীর থানার বেড়ীবাধ এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়।

one pherma

আরও পড়ুন…বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

এসময় তার হেফাজত থেকে চুরি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি (পালসার এনএস/১৬০, ঢাকা মেট্রো ল- ৪৭-২৭৩৬) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (০৬ আগস্ট ২০২২) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত মমিন মিয়া ওরফে রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলটি (R15,V-3 রেজিঃ নং- ঢাকা মেট্রো- ল-৩১-৫১০৫) উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

ইবাংলা/জেএন/৬ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us