নোয়াখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

সোমবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আরও পড়ুন…নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলার চেয়ারম্যান রেনু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কর্মকর্তা মো. নাঈম পারভেজ, আইটি প্রশিক্ষক আবদুর রহমান, মাঠ সমন্বয়কারী মনির আহম্মদ। এসময় সংস্থার বিভিন্ন ট্র্েেডর প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।

one pherma

বক্তারা বলেন, ফরিদপুরের টুঙ্গীপাড়ার সন্তান শেখ মুজিব দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন।

এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।

ইবাংলা/জেএন/৮ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us