বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ইবিতে শোভাযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় জুম্ম ও সমতল আদিবাসী ছাত্র সংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় জিয়া মোড় থেকে তারা এক শোভাযাত্রা বের করে।

Islami Bank

আরও পড়ুন…ভাগিনার খোলা চিঠি (১২)

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতিসংঘে আদিবাসীদের অধিকার ঘোষণার পরও বাংলাদেশে বসবাসরত আদিবাসীর স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে।

one pherma

আদিবাসীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, জুলুম নির্যাতন বন্ধ করার ও সাংবিধানিকভাবে স্বীকৃতি নিশ্চিত করার দাবিও জানান তারা।

আরও পড়ুন…জনতার হাতে ডিবি পুলিশ এএসআই আটক

এ সময় জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিং মং মারমা ও চাইন্দা ওয়াং মারমা উপস্থিত ছিলেন। এছাড়া সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি স্বপন টপ্য, সাধারণ সম্পাদক জুলিয়ান হেমব্রম ও নীল মনি কিস্কু অন্য আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন কোকো সাইন মারমা।

ইবাংলা/জেএন/৯ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us