কোথায় জাওয়াহিরির মৃতদেহ !

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার দাবি কাবুলের কাছে শেরপুরে একটি বাড়িতে জাওয়াহিরি ছিলেন। বাইডেনের দাবি,মার্কিন ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি তখন ঐ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকার সময়ে । একটি সংবাদমাধ্যম বিষয়টির সত্যতা খতিয়ে দেখতে ঐ বাড়িটির সামনেই পৌঁছে গিয়েছিল । ঐ সংবাদমাধ্যমটি দাবি করেছে চারপাশ ঘুরেও বাড়ির কোথাও বিস্ফোরণের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।এর পরেই ঘনীভূত হয় রহস্য। জাওয়াহিরির মৃত্যুর খবর সামনে আসার পরেই শেরপুরের সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছে গিয়েছিল আমেরিকার এক সংবাদমাধ্যম। সেখানে স্থানীয় এক বাসিন্দা ঐ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রবিবার বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তিনি। যে বাড়িটিতে জাওয়াহিরি ছিলেন, তার একটি জানালাকে চিহ্নিত করে দেখানো হয়, সেখানেই হামলা চালানো হয়েছিল।

অরও পড়ুন…নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত

ইতিমধ্যেই জাওয়াহিরি মৃত নাকি জীবিত, তা নিয়ে নানা স্তরে শুরু হয়েছে দাবি-পালটা দাবি। আমেরিকার ঐ অভিযান নিয়েও উঠছে প্রশ্ন। জাওয়াহিরির মৃত্যুর প্রমাণ সম্পর্কে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি জানিয়েছিলেন, জাওয়াহিরির মৃত্যুর সপক্ষে তার ডিএনএ সংক্রান্ত কোনো প্রমাণ নেই। ঐ মুখপাত্রের দাবি, অন্যান্য সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতেই তারা নিশ্চিত হয়েছেন, বেঁচে নেই জাওয়াহিরি।

অরও পড়ুন…সোনাইমুড়ীতে বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

এ ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, জাওয়াহিরি যদি মারাই গিয়ে থাকেন, তবে তার মৃতদেহ গেল কোথায়? যদিও অনেকের বক্তব্য, আল-কায়েদা কিংবা তালেবানই হয়তো সরিয়েছে মৃতদেহ। কারণ, আমেরিকার অভিযান যে ব্যর্থ, তা প্রমাণ করার যেমন দায় রয়েছে আল-কায়েদার, তেমনই জাওয়াহিরির উপস্থিতি প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়বে তালেবানের। জঙ্গি নেতাকে ঠাঁই দেওয়ার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে। আফগানিস্তান এমনিতেই আর্থিক সংকটে রয়েছে ।

অরও পড়ুন…ফুলবাড়ীতে ফিটনেস সেন্টার জ্বীমের শুভ উদ্বোধন

এর মধ্যে তালেবান সরকারের সঙ্গে জঙ্গি-যোগ স্পষ্ট হলে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার প্রশ্নে আরো সংকটে পড়বে দেশটি। পাশাপাশি দেহ উদ্ধারের প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, জাওয়াহিরিকে ড্রোন হামলা চালিয়ে খুন করা হয়েছে। এ ক্ষেত্রে নিখুঁত নিশানায় হামলা চালানো হলেও সেখান থেকে বেশ কঠিন দেহ নিয়ে আসা।

ইবাংলা/তরা/১০ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us