‘অদৃশ্য’ করে ফেলার অভিযোগ আফগান নারীদের

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে তালেবান সরকারের প্রতি আফগান নারীদের ওপর থেকে । শুক্রবার এক প্রস্তাবে তারা বলছে, আফগান নারীদের সমাজ থেকে অদৃশ্য করে ফেলা হয়েছে। আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো। এরপর থেকে সেখানকার নারীদের পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা, সংগঠনটির পক্ষ থেকে যদিও শুরুতে বিপরীতই বলা হয়েছিল ।

Islami Bank

আরও পড়ুন…ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

‘‘২০২১ সালে আগস্ট মাস থেকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, বিশেষ করে নারীদের জন্য,’’ ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন চেক রাষ্ট্রদূত ভাস্লাভ বালেক। ‘‘তালেবান এতটাই কড়াকড়ি আরোপ করেছে যে তারা আফগান সমাজ থেকে অদৃশ্য হয়ে গেছে,’’ যোগ করেন তিনি।জাতিসংঘের মানবাধিকার সংস্থার সিদ্ধান্তের কারণে কোনো আইনি বাধ্যবাধকতায় পড়বে না তালেবান। তবে এর রাজনৈতিক প্রভাব আছে। এমনকি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক তদন্তের সুযোগও তৈরি করতে পারে। অনেকগুলো দেশের সম্মতি থাকায় শুক্রবারের সিদ্ধান্তটি কোনো ভোট ছাড়াই পাশ হয়েছে। তবে চীন নিজেকে এই সিদ্ধান্ত থেকে আলাদা রেখে বলেছে, ‘এটি ভারসাম্যপূর্ণ নয়’।

one pherma

আরও পড়ুন…আমরা এখনো ভালো আছি অনেক দেশের চেয়ে : জ্বালানি প্রতিমন্ত্রী

আগের সরকারের দূত মহিবুল্লাহ তাইব সমর্থনকারীদের একজন আফগানিস্তানের । তিনি বলেন, তালিবানের নিষেধাজ্ঞাগুলো ‘নারীবিদ্বেষপ্রসূত’।আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এ বিষয়ে একটি আলোচনা হবে। সেখানে আফগান নারী অধিকারকর্মীরা যোগ দিতে পারবেন। সে বিষয়ে সন্দেহ রয়েছে অনেকের এসব সিদ্ধান্ত বা চাপে তালিবান সরকার কতটা নমনীয় হবে ।

ইবাংলা/তরা/১০ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us