শ্রী শ্রী শিব বাবার জন্মবার্ষিকী উপলক্ষে নগ্ন পদযাত্রা ও মহাপূর্ণস্নান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শ্রী শ্রী শিব বাবার জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নগ্ন পদযাত্রা ও মহাপূর্ণস্নান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় শহরের বড় বাজার পূজা মণ্ডপ থেকে এক নগ্ন পদযাত্রা বের করা হয়।

Islami Bank

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মালো পাড়া মন্দিরে শেষ হয়। এ সময় ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে থাকে পদযাত্রায় অংশ নেয়া নারী ও পুরুষেরা।

one pherma

পরে মাথাভাঙ্গা নদী থেকে জল তুলে শিব বাবার মূর্তির মাথায় ঢালা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবু কিশোর কুমার আগরওয়াল। উদ্বোধন করেন শ্রী সাগর সাধু ঠাকুর।

ইবাংলা/জেএন/১০আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us