বরগুনা জেলা বিএনপির নেতৃত্ব তৃনমূলের আস্থা,ফিরোজ মামুন তরুনদের আশ্রয়স্থল

গোলাম কিবরিয়া বরগুনা :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কমিটি বরগুনা জেলা বিএনপির নুতন আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় এ নেতৃত্বের প্রতি তৃনমূলের আস্থা ফিরে পেয়েছেন। প্রবিন ও তরুণদের সমন্বয়ে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে ইতিমধ্যে জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন ও প্রোগ্রাম সতস্ফূর্ত পালিত হচ্ছেন।

Islami Bank

আরও পড়ুন…সিরিজ বিপাকে জিম্বাবুয়ে

অপরদিকে কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ও জেলার একনম্বর সম্মানিত সদস্য ফিরোজ উজ জামান মামুন মোল্লা তরুনদের মনে স্থান করে নিয়েছেন, তরুনদের আশ্রয় ও ভরসাস্থল এখন এ তরুন নেতা। তিনি মাসে দুই বার নেতা-কর্মীদের খোঁজ খবর ও দু:খ কষ্ট মুছে দিতে ঢাকা থেকে বরগুনা আসেন। দলের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীর সার্বিক খোজ খবর রাখেন এ তরুন নেতা ফিরোজ উজ জামান মামুন মোল্লা ।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশসহ সম্প্রতি সময়ে পাওয়া ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের সময় তিন মাস যেতে না যেতেই তারা জেলার ৬ টি উপজেলা ও ৪ টি পৌর মোট এ দশটি ইউনিটটে ঘুরে ঘুরে কর্মীসভা করে বিচক্ষনের সাথে ইতিমধ্যে আটটি ইউনিট কমিটি অনুমোদন দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে এ নুতন আট ইউনিটে আহবায়ক কমিটি অনুমোদন পেয়ে তারা তৃনমূলের নেতা-কর্মীরা এখন বেশ উজ্জীবিত হয়েছেন।

আরও পড়ুন…সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব জানান, বরগুনা জেলা বিএনপির বর্তমান যে আহবায়ক কমিটি গঠন হয়েছে তা হয়েছে দেশ সেরা কমিটি। আমরা সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কমটিতে আনন্দিত ও উজ্জীবিত। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অধিকাংশই তরুন হওয়াতে আমরা বেশি খুশি।

one pherma

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু বলেন, দেশ নায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন চেষ্টা করি সফল ভাবে দায়িত্ব পালন করার জন্য।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, আমার এ আহবায়ক কমিটি অনুমোদন পাওয়ার তিন মাস যেতে না যেতেই জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌর ইউনিটে গিয়ে কর্মীসভা করে সিভি নিয়ে বিচক্ষণতার সাথে আটটি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছি। পাশাপাশি কেন্দ্র ছিল প্রোগ্রাম সতস্ফূর্ত পালনের চেষ্টা করি।

আরও পড়ুন…নাট্যরচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেন, চুল ছেড়া বিশ্লেষণের সাথে আগামীর রাষ্ট্র ও দেশ নায়ক তারেক রহমান বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

আশা করি আমরা ভোট চোর সৈরশাসক শেখ হাসিনা সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এ বৃহত্তর দলে পদ-পদবি কম তাই সকলকে খুশি রাখা যায় না। যে যেমন কাজ করবে সে তেমনই দলে মূল্যায়িত হবে। নেতা তারেই রহমান নেতৃত্ব দিয়েছেন আমি চেষ্টা করি তা পালনের জন্য।

ইবাংলা/জেএন/১১আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us