নোয়াখালীতে জ্বিনের বাদশাসহ তার অন্যান্য সহযোগিরা আটক

নিজস্ব প্রতিবেদক

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীতে জ্বিনের বাদশাসহ মোট ৬ প্রতারককে গ্রেফতার করেছে । ঐ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম, সিমের খোসা ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

Islami Bank

আরও পড়ুন…সুইস ব্যাংকে রাখা টাকার তথ্য না চাওয়ার কারণ জানতে চাইল হাইকোর্ট

২০ জুলাই বুধবার রাত থেকে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও মো. নুর হোসেন (৫০)।

আরও পড়ুন…রাশিয়া ইউক্রেনের পরমাণু কেন্দ্রকে টার্গেট করে রকেট হামলা, নিহত ১৩

one pherma

সাইফুল ইসলাম যিনি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিনি বলেন, উক্ত আসামিগণ ২০১৮ সাল হতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে ১নং আসামি জ্বিনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়ে প্রলোভন ও প্রতারণা করে বিকাশ ও নগদে এবং ম্যাগনেট দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তারা প্রতারণা করে ৩ জনের কাছ থেকে মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন…বঙ্গোপসাগরে লঘুচাপের কারনে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হলো

ওসি আরও জানায়, পলাতক আসামি রিপনের কাছে রয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি । বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে ।

ইবাংলা/তরা/১১ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us