গুচ্ছের অধীনে ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

গুচ্ছ পদ্ধতির অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Islami Bank

জানা গেছে, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ‘বি’ ইউনিটের জন্য ইবি কেন্দ্রে আবেদন করেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় প্রায় ৯৬% শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ‘বি’ ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান।

পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এই সময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

one pherma

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

ইবাংলা/জেএন/১৩ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us