বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ইবাংলা আন্তর্জাতিক ডেস্ক

দ্বাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত ১৩ আগস্ট থেকে ইয়ানছিহু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে।
চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর পরিচালনায় চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং পৌর সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।

চীনের উপ-সম্প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক, ১২তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির চেয়ারম্যান শেন হাই সিয়োং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

বেইজিং পৌর সরকারের স্থায়ী সদস্য এবং সম্প্রচারমন্ত্রী ১২তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান মো কাও ই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি দেশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত গুস্তাভো সাবিনোভাকা নারভাজা।চীনের উপ-সম্প্রচারমন্ত্রী শেন হাই সিয়োং

ভাষণে শেন হাই সিয়োং বলেছেন, চলচ্চিত্রের জন্মগ্রহণের ১২০টিরও বেশি বছরে মানুষকে উষ্ণ ও শক্তি যুগিয়েছে। একটি ভালো চলচ্চিত্র থেকে একটি সফল সাংস্কৃতিক শিল্পের জন্ম হতে পারে। আন্তর্জাতিক বাজার থেকে যদি বলি, সামগ্রিক চেইন ব্যবস্থাপনা চলচ্চিত্র বাজারের পরিপক্ক পদ্ধতি।

আরও পড়ুন…স্বপ্ন ছুঁতে অদম্য তারা

তিনি বলেন, চীনের প্রথম ইউনিভার্সাল থিম পার্ক ইউনিভার্সাল বেইজিং রিসোর্ট চালু হওয়া চীনের চলচ্চিত্র শিল্পের উন্মুক্তকরণ এবং বেইজিংয়ের চলচ্চিত্র শিল্পের বিশ্বায়নের প্রতীক। চায়না মিডিয়া গ্রুপ বর্তমানে বেইজিং, শাংহাই, ছাংছুন ও হাইনানসহ চারটি স্থানে চারটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে, যা পৃথক পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন।

তিনি আরও বলেন,বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু থেকে তার বৈশিষ্ট্যসম্পন্ন চরিত্র ও সুদূরপ্রসারী আন্তর্জাতিক প্রভাবের মধ্য দিয়ে রাজধানী বেইজিংয়ের চারটি কেন্দ্র গঠনে নিজের ভূমিকা পালন করেছে।

১২তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান মো কাও ই মোকাওই বলেন,গত ১২ বছরে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চীনের জাতীয় সংস্কৃতি কেন্দ্র গঠনে ইতিবাচক ভূমিকা রেখেছে। ২০২১ সালে বেইজিংয়ে তৈরি চলচ্চিত্রের সংখ্যা ছিল ১৮৬টি, যা চীনের চার ভাগের এক ভাগ। বার্ষিক ফিল্ম বক্সে শীর্ষ তিন দখল করেছে বেইজিংয়ে তৈরি চলচ্চিত্র।

তিনি বলেন, বেইজিংয়ের চলচ্চিত্রের অগ্রগতি নতুন যুগে চীনের চলচ্চিত্রের ভালো প্রবণতার প্রতীক। চলতি বছর সিপিসির বিংশতম কংগ্রেস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চলচ্চিত্র শিল্পকে শক্তিশালীকরণে আস্থাবান বেইজিং।
দ্বাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামি ২০ আগস্ট পর্যন্ত চলবে। উৎসবে মোট ১০টি সেরা চলচ্চিত্রকে “টেম্পল অব হেভেন পুরস্কার” প্রদান করা হবে।
সূত্র: রুবি,সিএমজি।

ইবাংলা/বায়েজীদ/১৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us