আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে ইয়াং চিয়ে ছি

আন্তর্জাতিক ডেস্ক:

রোববার (১৪ ই আগস্ট) ষষ্ঠ সিল্ক রোড আন্তর্জাতিক মেলা বা চীনের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা ও বিনিয়োগ ব্যবসা-সভা সিয়ান আনে উদ্বোধন হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশ-বিষয়ক কমিটির কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

ভাষণে ইয়াং চিয়ে ছি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের ৯ বছরে এ উদ্যোগের বাস্তব গুণগত মান সম্পন্ন উন্নয়ন ও সাফল্য সাধিত হয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট যৌথ নির্মাণকাজ বিশ্বের জনপ্রিয় গণ-পণ্য ও আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা আরও প্রাণবন্ত শক্তি ও আকৃষ্ট শক্তি দেখিয়েছে।

তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষের প্রতি একে অপরকে সহযোগিতা করে বর্তমান কঠিনতা কাটিয়ে উঠে মানবজাতির প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ভিত্তি সুসংহত করা এবং সহযোগিতার নতুন খাত সম্প্রসারণ করছে।

সবার উচিত যত দ্রুত সম্ভব বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুদ্ধার বেগবান করা, ‘এক অঞ্চল, এক পথ’কে বিশ্বের কল্যাণে উন্নয়নের বেল্ট এবং বিভিন্ন দেশের জনগণের সুখী পথে পরিণতি করা। ইয়াং চিয়ে ছি আরও বলেন, চীন পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমতা ও উপকারিতা এবং সহযোগিতার মাধ্যমে উভয়ের অর্জনের ভিত্তিতে সকল দেশের সঙ্গে সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক।

আরও পড়ুন…বগুড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

বিভিন্ন দেশের জনগণের সাথে তাদের স্বাধীন উন্নয়নের পথে এগিয়ে চলা, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন সাধনে যৌথ প্রচেষ্টা চালাতে চায় বেইজিং। তাছাড়া, চীন দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। কোনো শক্তি চীনের সম্পূর্ণ ঐক্য এবং চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

প্রধান অতিথি দেশ হিসেবে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

ইবাংলা/জেএন/১৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us