বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রষ্টা জয় বাংলা স্লোগানের ধারক ও বাহক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং শোকাবহ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ।

সোমবার (১৫ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অভ্যন্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন…“চেতনায় বঙ্গবন্ধু”

শ্রদ্ধা নিবেদন এবং শোক সভায় অংশ নিয়েছেন জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক, এডিটর’স গিল্ডসের সভাপতি এবং স্টপ জেনোসাইডের চিফ এডিটর, ফিল্ম আর্কাইভের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু। আরো অংশগ্রহণ করেছেন জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধ নূর মোহাম্মদ মনি।

একই সঙ্গে কর্মসূচির প্রধান সমন্বয়ক চলচ্চিত্র অভিনেতা, পাওয়ার মার্শালাট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিলন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, ইবাংলা পত্রিকার সম্পাদক ও এশা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল হাওলাদার, লেখক সাহিত্যিক ও মাসিক স্বপ্নের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দা রাশিদা বারী।

এছাড়াও জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের বিএফডিসির শাখা কমিটির আহ্বায়ক পরিচালক সমিতির প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব আনোয়ার সিরাজী, চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত, হাসনাইন সাজ্জাদ, আনিস মোহাম্মদ, চলচ্চিত্র নায়ক সাজনসহ অসংখ্য নেতাকর্মী।

বঙ্গবন্ধুর প্রকিৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ইবাংলা/টিএইচকে/১৫আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us