উত্তরা জসিমউদ্দিন রোডে ভায়াডাক্ট পড়ে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু।প্রতিদিন ঠিক এই পথে আমরা আসা যাওয়া করি। কে জানত তাদের আজ মৃত্যু হবে। উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় চারজন নিহতের দায় আজকে কে নিবে? কে করবে জবাবদিহিতা? নিশ্চয়ই এই দায় কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না!
পরিবারের সদস্যরা কোথাও হয়তো একসঙ্গে যাচ্ছিলেন। একটা ফুটফুটে বাচ্চাও সঙ্গে ছিল। কিন্তু পথেই সব আয়োজন শেষ। নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে। নিমিষেই মানুষ থেকে লাশ। আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুষ্ঠু তদন্তের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের জবাবদিহিতা ও সর্বোচ্চ শাস্তি চাই।
ইবাংলা/জেএন/১৫ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.